নির্ঘুম চোখ; লিখি গান-কবিতা
রাত্রি রাত্রি শুধু কল্পণা গাঁথা।  


অবশেষে চেয়ে দেখা শেওড়ার ঝাড়;
স্বপনের খেলাঘর ভেঙ্গে চুরমার।


নীলাকাশ পানে চেয়ে কি যে ভাবনা;
লুকোচুরি খেলে চাঁদও- দেখে আনমনা।


দিনশেষে রাত্রি মাস পর ঋতু
স্বপনে এসে পরে দেয় কাতুকুতু।