আমার কতেক ছড়া-কবিতা
পড়েছ কেবল তুমি যেই-
জানতে চেয়েছ কেমনে লিখি
কি বা কারণ লিখার এই।


সত্যি বলতে লিখাটা আমার
নয় জীবিকার পেশা,
লিখি যে শুধু হেয়ালিপনায়
লিখাতেই আমার নেশা।


কেমন করে লিখি এতো
ছড়া কিংবা কবিতা!
ভাবি নি তো অমন করে
আজো কভু আমি তা।


ভাবি নি কভু কবি হব
ভাবি নি ছড়াক খ্যাতি-যশ,
লিখেই কেবল চলছি শুধু
লিখতে যে ভাল লাগে বেশ!


রঙ তুলিতে ছবি আঁকি
আমার মনের দেয়ালে,
ছবিতে ছবিতে কবিতা হয়ে
ভাসে যে মনের হেয়ালে।


তারিখঃ ২০ এপ্রিল, ২০২০