সমাজ সেবার বুলি উড়াই
পেট পূজারই হয় না শেষ,
দেশটাকে আজ লুটেপুটে
এই তো আমি আছি বেশ।


সমাজ সেবক দেশ দরদী
মিছিলে মিছিলে মাঠ কাঁপাই,
টোকাই পোকাই ধরে এনে
কর্মী আমার বেশ দেখাই।


কোটি টাকার বাজেট মেরে
ব্যস্ত পকেট ভারীতে,
কখন বলো পাই অবসর
জনগণের খোঁজ নিতে?


ক্ষমতাধর মস্ত নেতা আমি
মোর অপকর্ম ক'জন বোঝে?
বোঝলেও তারে চুপসে যেতে
নোট ক'টা দিই হাত গোঁজে।


টাকার কাছে বিক্রি সবাই
নয়ত আছে জেল-জুলুম,
মোর দাপটে মাঠ কাঁপে যে
কে হতে চায় হত্যা-গুম।


আসলে পরে আমার দলে
আমার সভা মিছিলে,
দু'আনা হোক পকেট পুরে
নেতার বেশে বুক ফোলে।


নিজের পকেট ভারী করেই
উন্নয়নের কেচ্ছা গাই,
লাটাই হাতে মোর নির্বাচনের
হার-জিতেরও চিন্তা নাই।