_[বিশ্বনবি হযরত মুহাম্মাদ (সা.) এর পবিত্র মুখ নিঃসৃত আল-হাদিস অবলম্বনে এটি একটি সিরিজ কবিতা]_


শ্লোক-১-২, (পর্ব : সূচনা)
এসো হে বন্ধু জ্ঞানী জেনে নবির বাণী
জ্বালাই আলোর বাতি,
সুন্নাহর বাণী শুনে নির্দ্বিধায় নিয়ে মেনে
মুক্তোর মালা গাঁথি।


আলোক মালার সাথে মুক্তোর মালা গেঁথে
প্রিয় পাঠকের তরে কাব্য প্রয়াসে পেশ,
এ নয় মনগড়া কথা এসেছে যে ওহি তা
এ তো নবির জবানে মহান রবের প্রত্যাদেশ।
[সূত্রঃ সূরা নাজম : ৩-৪]


শ্লোক-৩, (পর্ব : নিয়ত-১)
কাজের প্রতিফল দিক নির্ণীত হবে ঠিক
নিয়ত যেরূপ হয়েছে তায়,
সময় অতি অল্প ফুরায় জীবনের গল্প
খোদা চাই নাকি দুনিয়ায়।
[সূত্র : বুখারি-০১]


শ্লোক-৪, (পর্ব : শ্রেষ্ঠ আমল-১)
দুনিয়ার শ্রেষ্ঠ আমল- ভালবাসা নির্মল
কেবলই খোদার জন্য,
কিবা তো ঘৃণা করা পঙ্কিলতায় ঘেরা
তাও নয় তাঁর তুষ্টি ভিন্ন।
[সূত্রঃ আবু দাউদ]


শ্লোক-৫, (পর্ব : ক্ষতিগ্রস্ত-১)
কাটালো সম যিনি তার দুটো দিনই
সে তো ক্ষতিগ্রস্ত!
খোলে নি কো যার উন্নতির দোয়ার
সম র'ল বিগত।
[সূত্র : দায়লামি]


শ্লোক-৬-৭, (পর্ব: রোজা)
সিয়াম ঢাল স্বরূপ, সায়িম থাকে চুপ
কটুকথা নেই মুখে তার,
গালি দিলে কেউ তাকে- কণ্ঠ চেপে রাখে
আর বলে আমি রোজাদার।


সায়িমের মুখের গন্ধ প্রভুর কাছে নয় মন্দ
উৎকৃষ্ট মেশকে আম্বর হতে,
সিয়াম প্রভুর জন্য, নয় প্রতিদান অন্য
পুরস্কৃত হবে তাঁরই হাতে।
[সূত্রঃ বুখারি : কিতাবুস সিয়াম]


শ্লোক-৮-৯, (পর্ব : শ্রেষ্ঠ বাক্য বা কথা)
চারটি শ্রেষ্ঠ কথা- মনেতে রেখো গাঁথা
'সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ' বাক্য দুটি
'আল্লাহু আকবার' চতুর্থ তাসবি তার
'লা ইলাহা ইল্লাল্লাহু' এর তৃতীয়টি।


এবার বলি অর্থ- 'আল্লাহ পবিত্র'
'সকল প্রশংসা কেবল আল্লাহর',
'নেই কোন ইলাহ, আছে শুধু আল্লাহ'
'আল্লাহ মহান' এ জগত সংসার।
[সূত্রঃ সহিহ মুসলিম]


শ্লোক-১০, (পর্ব : কুরআন শিক্ষা-১)
উত্তম ব্যাক্তি তিনি কুরান শিখেন যিনি
মানবের মাঝে গোটা দুনিয়ায়,
কুরানের চর্চা করে সারাটি জীবন ভরে
আর এ কিতাব অপরকেও শিখায়।
[সূত্রঃ সহিহ বুখারি-৪৬৩৯; তিরমিযি-২৯০৭]


(চলবে...)
〰:〰:〰:〰:〰:〰:〰:〰:〰:〰