সেই দেখেছি অবধি জানি
তুমি অচেনা ঠিকানার চেনা পাখি,
দূর দেশে উড়ে দেবে হঠাৎ
কোনো এক ভোরে ফাঁকি।


তবুও এ হৃদয়ের গভীরে
তোমারে যে কেনো পুষি,
আমি কিছুই বোঝি না
জানি শুধু তোমারেই ভালোবাসি।


আমি কত বোঝাই তারে
তবু করে নিবিড় আস্ফালন,
কেন যে বোঝ মানে না
আমার এ পাগল মন।


তুমি এসো কোন এক রাতে
চুপিচুপি তব পদ নূপুর খুলি
বলে যেয়ো 'এই পাগলামো করো না
এসবই তব অবোঝ হেয়ালি।'