০১# আমল★
আমলেই শুধু জান্নাত নয় দাবী,
খোদার ফজলহীন বৃথা আমল সবি।
তবে তাঁকে পেতে হলে রাজি-খুশি,
আমল করতে হবে বেশি বেশি।


০২# মোনাজাত ★
ওগো দয়াময় দাও
মোদেরে নাজাত,
আমীন আমীন বলি
করি মোনাজাত।


০৩# কাঁদে প্রাণ ★
প্রার্থনাটা আকুল হৃদয়ের,
ওগো রহমান,
পাক মদিনায় যাবার সুযোগ
পেতে কাঁদে প্রাণ।


০৪# ক্ষমা ভিখারি ★
পূণ্য আর পাপে মেশা এতোকাল
যা হলো সঞ্চয়,
হস্তে লয়ে দাঁড়িয়েছি ক্ষমা ভিখারি
দাও হে অভয়।


০৫# ভাবনা কাব্য ★
ভাবনাগুলো মনের মাঝে
সাজাই যতন করে,
তা নিয়েই অবশেষে
কাব্য ওঠে গড়ে।


০৬# পরান পাখি★
পরাণ পাখি যাবে একদিন
পিঞ্জর ছেড়ে,
শূণ্য খাঁচা পড়ে রবে
অন্ধকার গোরে।


০৭# উপলব্ধি★
চেষ্টা করি হৃদয় দিয়ে স্রষ্টার নেয়ামত
উপলব্ধি করতে,
যদিও আমি গোনাহগার তবু নিরাশ নই
খোদার রহমতে।


#০৮ ভালো লাগা ছড়াগুলি★
ভালো লাগা ছড়াগুলি
রোজই যেনো লিখতে পারি,
এ প্রার্থনা খোদার কাছে
যবেই আমি কলম ধরি।


#০৯ বিনোদন খোরাক★
বিনোদনের স্পর্শ খোরাক
যোগায় যদি ছোট্ট ছড়া,
তবেই আমার স্বার্থক হবে
সময় ব্যয় আর ছন্দ গড়া।


#১০ অনাহুত নষ্ট জীবন★
কেউ কারো জীবন নিয়ে
করো না কভু খেলা-
অনাহুত নষ্ট করো না
অন্যের অমূল্য বেলা!