১১# রঙ্গ ভঙ্গ★
(ক)
একদিন তোর হবে রে মন
রঙ্গ ভঙ্গ,
সেদিন একাই যাবি, পাবি না রে
কোনো সঙ্গ।
(খ)
চিন্তা করে চলো রে মন
ভবের জনম সংসারে,
আমলনামা হচ্ছে লিখা
দেখবে রোজ হাশরে।


১২# আস্থায় স্বস্তি★
আস্থা-বিশ্বাসে ঠকলেও তৃপ্তি
বিশ্বাসে বাড়ে প্রত্যয়,
অবিশ্বাসে সুখ হয় নিধন
বিশ্বাসের গুণেই পেতে হয়।


১৩# প্রকৃতির টান★
প্রকৃতির অপরূপ সৌন্দর্য
আর আকুল করা টান,
মোহিত করে কবিকে আর
আমারও হৃদয়খান।


১৪# যাচ্ছে ক্ষয়ে★
কবর দেশে যেতেই হবে
ভবের রঙ্গ ছেড়ে,
দিন যতোই যাচ্ছে ক্ষয়ে
মৃত্যু আসছে তেড়ে।


১৫# খেলায় মজে★
খেলায় মজে মন
খোয়ায়ো না বেলা,
সময়ের প্রতি কভু
করো না কো হেলা।


১৬# আপন কাজ★
কভু বৃথা ক্ষণ ওরে
করিও না ক্ষয়,
আপন কাজ করো ভাই
থাকিতে সময়।


১৭# উপলব্ধি★
সত্য উপলব্ধি করার
দাও গো প্রভু জ্ঞান মোরে,
তব রহমতের দুয়ারে
এ প্রার্থনা কর জোড়ে।


১৮# হৃদয়ের কথা★
হৃদয়ের কথা ছোঁয়ে
যাক সবার প্রাণে,
আমি এক তুচ্ছ কবি'র
চাওয়া এই গানে।


১৯# সত্যতা★
যেটুকু কথা বলি ঠোঁটে,
চোখে তার সত্যতা ফুটে।


২০# সত্যতা(খ)★
যেটুকুই হোক না কেনো
মুখের কথা,
চোখেই প্রমাণ করে
তার সত্যতা।


২১# স্মৃতিবিম্ব ★
শৈশবস্মৃতি ভাবায় আজো ভাবায়
যবে একলা বসি,  
মধুর সে স্মৃতির পাতায়
আজো লেগে আছে মায়া-হাসি।