একাগ্র চিত্তে নবিজী করতেন স্রষ্টার আরাধনা,
দুর্মতি কাফেরগণের তা সহ্য হতো না।
নবিজী যেতেন যবে নামাযের সিজদায়,
গ্রীবাদেশে কাফেরগণে রাখত বোঝা চাপায়!
করুণার আধার তবু হাজারো সুযোগ পেয়ে,
ক্ষমা ও অনুকম্পার পেয়ালা দিতেন বিলিয়ে।
'খুলুকুন আজিম' তারই শানে করা হয়েছে বয়ান,
মহান রবের অমিয় বাণী পবিত্র কুরআন।