নেই খোঁজ টেনশন
গরীব এক জঞ্জাল!
বড়লোকে পায় পেনশন
দেশটা যে ডিজিটাল।


তালিকায় নেই ওরা গণ্য
অশ্রুতে স্নান করে,
না পেয়ে বস্ত্র অন্ন
অসহায় হয়ে ধুকে মরে।


বেঁচে আছি, তাই সুখ!
মনে ভাবি - হায় রে!
মানবতা ! তুমি মুখ-
লুকােবে কোথায় রে?


______________________
১৫ আগস্ট, ২০১৬। সন্ধ্যা।
লংলা সৈয়দবাড়ি। কুলাউড়া।