ঘুম থেকে আজ জেগেই দেখি
খোলে আঁখি হঠাৎ এ কি!
নদীর মাছ কাঁচের ঘরে
লেজ নাড়িয়ে খেলা করে!
বন্দি খাঁচায় বনের পাখি!


ফুলের ওপর শিশির জমে
ঘ্রাণ পালালো কোন সে ওমে
খোঁজে পেলাম আছে ঘুমে
বোতল বন্দি পারফিউমে!


বনের ফুল টবে ফুটে
কুকুরগুলো ঘুমায় খাটে
রোবট চলে কাজের বাটে
যান্ত্রিকতার এক নতুন ছোঁয়ায়
বদলে গেছে সবই যে হায়
চেনাজানা মানুষগুলোও
অচেনা কোন মুখোশ পরে হাঁটে!