বৈশাখ নয় তবু বৈশাখী ঝড়ে,
দিয়ে যায় সব লন্ডভন্ড করে
মাঝে মাঝে কেনো মনের গভীরে।


আমি এ কোন মোহের আলিঙ্গনে
নিরবদী চলি আজো দাড় টেনে
জানি না আজো রুদ্ধ দ্বার কি মনে?


দোর খোলো, সুজন পথিক হবে
কড়া না নেড়ে দাঁড়িয়ে আছে তবে
হয়ত মালাগাঁথা ফুল ভিখ নেবে।


আমি শান্ত-অমল ফুলের খোঁজ
ঘুম থেকে জেগে করি রোজ
অতৃপ্ত থাকে নিত্য মম আত্ন ভোজ