হেলায় হেলায় বেলা চলে যায়,
খালি হাতে যেতে হবে ওই গোরগাঁয়;
হুঁশ কি হয় নি আজও তবু!


যতোই করো বড়াই, খেল-তামাশা,
সবই ছেড়ে যেতে হবে আসল বাসা;
জীবন প্রদীপ জ্বলে নিভু নিভু।


সূর্য ওঠে, মধ্য বয়সে তেজও ছড়ায়,
দিন শেষে দুর্বল হয়ে পড়ে যায়;
কি দারুণ মেলা সাজিয়েছে প্রভু!


জীবন প্রদীপ নিভে গেলে একবার
সূর্যের মতো করে জ্বলবে কি আর?
নিত্য আসে যায় দেখেছো কভু??