হে বন্ধু, আজিকে আমায় বলো-
উল্টো কেনো সমাজের গতি পথ?
নবদীপ্তে কেনো জ্বলে উঠতে পারো না!
নেই কি বাহুতে বল, মনে হিম্মত?


কেনো আজিকে দিকে দিকে রাহাজানি?
আইনের নামে মজলুমের হয়রানি?
রুখে দিতে পারো না জুলুম-জালিম?
শক্ত হাতে লাগাম কেনো ধরো না টানি?


হে বন্ধু, কতোকাল আর দেখবো বলো
দিকে দিকে মজলুমানের আর্তচিৎকার?
এসো মোরা ঐক্য গড়ি, করি দৃঢ় মুষ্টি
তুলি সবে হায়দারি হুঙ্কার।


আর চাই না দেখতে মোরা
রাজপথে পড়ে আছে বিভৎস তাজা লাশ,
শুনতে চাই না মজলুমের ক্রন্দন ধ্বনি
ফেলতে চাই একটু প্রশান্তির নিঃশ্বাস।


_____________________________
১৬.০৩.২০১৮ইং
নিজবাড়ি (লংলা সৈয়দবাড়ি)