ওগো কাবার মালিক! মোরে দয়ার নজরে চাও,
কাঁদি যে পাপী বান্দা তোমার- ক্ষমা করে দাও।।


জীবন ভরে চলেছি যে হায় পাপের পথে,
বুঝে না বুঝে করেছি জুলুম নিজের সাথে।
এ বেলা এ পাপী বুঝতে পেরেছে,
ওপারের পাথেয় জোগাড় না হয়েছে!
পাপের ঘোর কেটেছে যে মোর
তব সরল পথের ওগো পথিক বানাও।।


চরম হতাশায় ঢুবে গেছে হায় জীবন আমার,
ইবলিসের ধোঁকায় গড়েছি যে হায় পাপের পাহাড়।
অবশেষে পড়লাম তব পাক কালামের বাণী,
জেনেছি মোর পাপের চেয়েও বেশি তব মেহেরবানি।
রাহমান সমীপে করজোড়ে প্রার্থনা
এ পাপী বান্দারে তব রাহমাত বিলাও।।