খোদার স্মরণ আর কুরান শ্রবণ
নয় কি বিগলিত প্রাণ!
এখনো কি ক্ষণ হয় নি কো শোন
যার দাবি সে মুসলমান?


তাদের মতো হয়ো না যাদের
কিতাব দেবার পর
করে নি আমল, হয় নি বিমল
কেটে গেছে কাল ঢের!


ফলে কঠিন হলো যে তাদের
সমূহ অন্তঃকরণ,
তাতেই তাদের কতেক হলো
দুষ্ট-ফাসিক জন।


[কবিতাটি পবিত্র আল কুরআন অবলম্বনে রচিত।
সূত্রঃ ৫৭-সূরা হাদিদ : আয়াত নং-১৬।
১৩ আগস্ট, ২০২১। পশ্চিম মনরাজ সৈয়দবাড়ি, লংলা]