উড়ছি আমি হাওয়ায় চড়ে
মোর কিছুরই নেই অভাব,
কখনো চলি রাজার বেশে
রাজ-রাজাদের সাজ-স্বভাব।


স্বপ্ন সাজাই স্বপ্নের মতো
সহসাই দেখি শূণ্য হায়,
স্বপ্ন যে মোর ঝড়ো হাওয়ায়
অচিনপুরে হারিয়ে যায়।