ভ্রম সিন্ধুর অতল পানে
ছুটবি মন আর কতকাল?
আলোর পথে চলবি কবে
দেখবি কি তুই অমনি তবে
                  ফল মাকাল?
সাঁঝ হলো যে! ধরণীটা
পরছে শাড়ি অন্ধকার;
এরই মধ্যে থাকবি পড়ে!
অবুজ লিলায় খেলা করে-
                ডুববি পাথার?
মন পাপিয়া বল্ রে কেনো
উল্টো পথে চলা তুর?
ফিরবি না তুই আলোর পথে
চলবি তবু আপন মতে?
                   প্রশ্নমোর।
প্যাচিস না ভ্রম ধুম্র জালে,
হবি শেষে মন নাজেহাল,
কবিতা মোর হলো যে শেষ
ভাববি রে মন এই উপদেশ
                     কোনকাল।