বকুল বলে ভিজবো আমি দাও না শীতল জল
নাছোড়বান্দা এক কিশোরী,কল্পনা চঞ্চল।
আমি বলি,কি করবি তুই এই অবেলায় ভিজে?
সব কথা কি বলতে পারি?অবুঝ আমি নিজে।
হাসছে এমন বকুলরানী শোভায় অপরূপ
আকাশ ধোয়া একটু জলের অলোক মায়া খুব।
ও বৃষ্টি, আয় না মানিক ছোট্ট মনের মাঠে
অপার্থিব ছলাৎ জলে সুখের প্রহর কাটে।
অবুঝ মনের আঁকেবাঁকে বেপরোয়া চাওয়া
কি করবি বল ক্ষুদ্র প্রাণে উত্তেজনা ছাওয়া।
সহসা এলো টাপুর টুপুর স্বচ্ছ বারি ঝাঁক
দেখছে আকাশ বকুল শাখের ঘাঘরাপরা নাচ।
দাঁড়িয়ে দেখি দুচোখ ভরে বারান্দার এককোণে
মিষ্টি বকুল আহ্লাদী মেয়ে এই ছিল তোর মনে?