দুপুর গড়িয়ে বিকেলের পথে চলেছে আলো।উগ্রতা নেই,নম্র হয়েছে সে।
নারকেল শাখে দুই পাখি সূর্যের পানে চেয়ে বাসায় ফেরার প্রতীক্ষায়।
অপরাহ্ন পর্দার আড়ালে যাবে ঢেকে।
গোধূলি বেলার আকাশলালে রাশভারি সূর্য।
সোনার মতো আলো মন ঠান্ডা করে,
শীত নেই তবু হিমেল আবেশ ভরে।


মেঠো পথের কোল ঘেঁষে রেলের লাইন সমান্তরাল।
শিশুকন্যা সাথে পাড়াগাঁ স্টেশনে দম্পতি নামে।
আত্মহারা ভালোবাসা পরস্পরের মুখে আঁকা।
শালিক চড়ুইএর গানে সূর্য নিশ্চিন্তে অস্তায়মান,
উষ্ণতা হারিয়ে আগামীর বুকে দিনের অবসান।


এমনই এক রূপসী বিকেলের আলোয় ডুবে যাওয়ার কথা নয়ন বলে।
রোমাঞ্চ লাগবে  সোনালী পাকা ধানের শিষে পড়ন্ত বেলার আলো দেখে।রঙীন সূর্যাস্তে বর্ণের ব্যাঞ্জনা।
পত্রে পুস্পে অগাধ সবুজের কথা।শস্যময় নিরিবিলি চারিদিক।
আবছায়াতে দেখা যায় সন্ধ্যাদীপের লাল আলো।কৃষাণ কৃষাণির ভালোবাসার দীপ জ্বলে আঙিনায়।


হায়! মনের আড়ালে লুকিয়ে থাকা স্বপ্নকথা যদি একটু আশ্বাস পায় তবে এই ক্লান্তিকর পৃথিবী ছেড়ে ভাসিয়ে দেব মন দূর নীলিমার আনন্দধারায়।