মর্ম মাঝে শত ঝর্ণার জল,
প্রতিধ্বনিত স্মৃতির কোলাহল।
ধারা বয়ে যায় হৃৎপ্রদেশে মায়া,
পরতে পরতে জড়ানো নঁকশী ছায়া।
সোনালী আলোর রেশমি স্মরণ ভিড়,
অতলে ধ্বনিত অতীতের মঞ্জীর।
সন্তোষ ভাসে উৎসুক সরোবরে,
সাতরঙা ছবি কত কি যে মনে পড়ে।
হাসিমুখ সব পৃথিবী মধুময়,
যতদূর চাই সবুজ প্রত্যয়।
মসৃণ ছায়া স্মৃতির তেপান্তরে,
কথা ঢেউ শত বিছানো স্তরে স্তরে।
প্রচুর প্রসঙ্গে প্রহর কাঁপে বুঝি,
হৃদয় ছন্দে হারানো আবেগ খুঁজি।
দিন যায় দ্রুত উল্টে পাল্টে দেখা,
তৃষ্ণা মেটা মুহুর্ত আগলে রাখা।
দৈব সে দিন ঠান্ডা হাওয়ার চামর,
অনুরণনে পূর্ণ স্মৃতি অমর।