আজ সকালে মনটা কেমন
শরৎ শরৎ করে,
দেখতে পাচ্ছি কাশের গুচ্ছ
মন নদীর চরে।


আকাশ-ছেঁড়া সোনার আলো
সোহাগ ভরা পুঁজি,
জয়োৎসবের উদজাপনে
নতুন ভিটে খুঁজি।


পানসি ভাসা মেঘের মাঝে
হৃদয় গিয়ে থামে,
ডানা মেলা মানসলোকে
নতুন সকাল নামে।


নীল শ্যামলে হাল্কা কথার
গল্প গাঁথে ফুর্তি,
উৎসাহের এক অন্য তটে
গড়ছি মায়ের মুর্তি।


শিউলি ফোটে মানব প্রেমে
আনকোরা মনে গান,
শিশির ধোয়া চিত্রপটে
আমার অবস্থান!!


একখন্ড শরৎ নেবে?
বুকের মধ্যে রাখো,
প্রতীক্ষার এই ললিত ছটায়
তুমিও জেগে থাকো।