অকূল আলোকে দিগন্তে ঊষাকাল
উর্বী দেখে অরুণোদয়ের ঘটা,
লাবণি মাখা আবির লাল সকাল
শিশির কণায় লাগে রত্নছটা।


যোগিয়া জাগে গুনীর কন্ঠে ঐ
আধফালি চাঁদ সুনীল আকাশ কোণে,
ক্লান্তি মেখে বলে যাচ্ছি সই
ফিরব আবার ইমন জাগলে বনে।


শরৎ বাতাসে শিরশিরে ছোঁয়া লাগে
আগমনী ভাসে আপন অন্তর জুড়ে,
দূর ডালে ঐ হলুদ পাখি জাগে
শিউলি মেলায় বাতাস ফুরফুরে।


আনন্দ ভরা ভোরের পুণ্যছবি
স্বর্ণালী ছটা নীল অম্বর তলে,
সদ্যজাগা শুদ্ধ শান্ত রবি
নব প্রত্যয় সেবিত ধরাতলে ।