প্রত্যুষের আশীর্বাদে শুভ্র শান্তি আর অতল আশার ডানা ঝাপটিয়ে আমার আমিকে পেলাম খুঁজে নিবিড় বিশ্বাসে।
রৌদ্রময় মন মগ্ন আনন্দে।
ইচ্ছের ঝুমঝুমি শত ছলে আবেগে বাজে।
সাধারণ মায়ায় হৃদয়ের পুষ্করিণী টইটম্বুর ।
ব্যাপ্ত ধান খেতের রোদ্দুরে স্বপ্ন জ্বলে বিচিত্র।
দুঃখ শোক অতিক্রম করে কুড়িয়ে নেওয়া দীর্ঘ আরাম।
সুখের কুঁড়িগুলি সুস্থ সবল হাওয়ায় কাঁপে।
প্রসন্ন ভালবাসায় ডুব দেওয়া অনিবার্য।
উল্লাস ঢালা রুদ্রপলাশ বনটগর চেয়ে দেখা সহজ হাওয়ায়।
নির্মল নদী স্রোতস্বিনী প্রণয়ের আশায়।
দেহাতি পথঘাট ভালবাসি যে আজও।
মগ্ন হয়ে যাওয়া মাঠ নদী বৃক্ষ আঙিনার রোদ্দুর, আত্মীয় আমার।
আদিম অরণ্যে চাহিদার শান্তি ঝিঁঝির কোলাহল সবুজ মুখশ্রী, ঈশ্বরের ছবি এক ।অমায়িক বৃক্ষ পাখির সমাজ কাছে ডেকে আনন্দ দেয় আমাকে ।
এদের থেকে বিচ্ছেদ গভীর বিভীষিকা। সুদূরে বসে ভেবে যাই প্রত্যক্ষদর্শী রোমাঞ্চ কথা।
একলা ঘরে বসে প্রিয় অনুভূতি অনুভব করা সঞ্জীবনী ভাবনা।


পাহাড়ী জ্যোৎস্না দেখিনি এখনও, দেখা হয়নি বিকেল বেলার করতোয়া নদী, অন্ধকার মাঠে জোনাকির মেলা।
অন্তহীন আকাঙ্খার সলিলে ভেসে যাব আমি প্রমায়ু
অন্তরের খরস্রোতে আশার তরীরা একদিন মিছিল করবে সানন্দে ।