হব আমি সেই নদী চঞ্চলা ঢেউ যদি পাই,
    আবহমান প্রবাহে ভেসে যাই!
ঘুমহারা প্রাণবান,চেনা বাঁশি চেনা গান
ভালোবাসা অভিমান মেঘমায়া সান্ত্বনা চাই।


শশী পাশে চুপচাপ আঁধারের দেয় ডাক গোপনে,
      তার ছবি আকাশের স্বপনে।
    আনন্দ টলমল,তুহিন শীতল জল
    অনুরাগে উজ্জ্বল আশাবরী তপনে।


বুকে নিয়ে শত তরী উজানে নোঙর করি সুখ,
      হাওয়া বয় ঝিরঝির উৎসুক।
দূর তটে প্রান্তর, কেউ বাঁধে খেলাঘর
ভালোবাসা নয় সেথা ক্ষণিকের বুদবুদ!


রাশি রাশি উৎসাহে শ্রাবণের স্রোত বহে ছন্দে,
    বাদলার রিমঝিম শিল্প আনন্দে!
আকাশ মাতাল করা,মুষল বৃষ্টিধারা
    ছেঁড়ামেঘে অস্থির চিরচেনা সন্ধ্যে।


ঘন নীল দিল ডাক উড়াল পাখির ঝাঁক গানে,
   এলোমেলো কোলাহল সেমন্তী প্রাণে।
   বয়ে চলা সায় পায়, সাগরের ইশারায়
মিশে যাই গৌরবে মায়াজল মোহনার টানে!!