উৎসব মানে ফুলন্ত শাখে রহস্যময় হাওয়া,
উৎসব মানে ঝিলমিল মনে চারাগাছ বুনে যাওয়া।
উৎসব মানে ক্ষেতের কিনারে প্রথম ঊষার আলো,
উৎসব মানে শিশিরের জলে সান্ত্বনা জমকালো।
উৎসব মানে শান্তি ঘুঘুর,কিছু নেই প্রেম ছাড়া,
উৎসব মানে পৃথিবীর পথ সবুজ ছায়ায় মোড়া।
উৎসব মানে নীল অম্বরে সোহাগি আলোর দ্যুতি,
উৎসব মানে গহন মায়ার মখমলি অনুভুতি।
উৎসব মানে সবাইকে সেবা উল্লাস স্পন্দনে,
উৎসব মানে সাজানো পৃথিবী মজবুত বন্ধনে।
উৎসব মানে পাক খেয়ে ওঠা আবেগের ঘূর্ণি,
উৎসব মানে থোকা ফুলে দোলা সপ্তপর্ণী।
উৎসব মানে সীমান্ত ছেড়ে মিলন শঙ্খনাদ,
ভেদাভেদহীন হট্টগোলে এই ধরণীর মাঠ।