আমি ভালোবাসি পুকুরের জলে দীর্ঘ তালের ছবি
মৃদু ঘাসে ছাওয়া পৃথিবীর মাঠ,আলোয় আলো রবি!
আমি ভালোবাসি কার্তিক নিশি হিমেল স্বপনে  নীড়,
বাঁকা চাঁদে ভাসা নিস্তব্ধতা,স্মরণীয় নদী তীর!
আমি ভালোবাসি খড়ে ছাওয়া গৃহ তুলসির মূলে দিয়া,
ভেলা ভেসে যাওয়া তিরতির নদী,অতুলরূপসী প্রিয়া।
আমি ভালোবাসি খোলা রোদে ওড়া রঙীন পাখির ডানা,
স্নেহসুখে গড়া মাটির পৃথিবী,আবেগ ষোলআনা।
আমি ভালোবাসি জানালার কোণে একটি তারার উঁকি,
অনুভবের সুতোয় বোনা ভালোবাসা টুকিটাকি।
আমি ভালোবাসি আউশের ধানে সুগন্ধি ভাতে ধোঁয়া,
প্রভাতফেরীর কীর্তন গান প্রকৃতির মন ছোঁয়া।
আমি ভালোবাসি মাটির কলসি,কচুরিপানার পুকুর,
স্বপ্ন বিলাসী সুদূর দৃষ্টি, উদাসীনতার দুপুর!
আর ভালোবাসি সরল মানুষ মানবিকতায় রাজা,
আকুলতায় পরিপূর্ণ সহেলী জীবন খোঁজা।