নীলের পরে নীলের প্রলেপ
ছড়িয়ে দিচ্ছে আষাঢ় খুব,
ভার নিয়েছে ভাদ্রের যেন
  ভাসছে সাদা মেঘের স্তুপ।


খেপা শ্রাবণ ছুটবে তখন
আশ্বিনের ঐ নীলাম্বরে,
শরৎ রবি উদাস হবে
আকাশ ছাওয়া মেঘের ভারে।


বর্ষা বুঝি পথ হারালো
খুঁজে ফিরি এধার ওধার,
ছিন্ন মেঘে সহসা শুনি
বাজছে সোনার নুপুর যে তার।