তাকাই চতুর্দিকে, অপার আকাশময়,
প্রশস্তি রোদ দৈব আলো দুঃখ নিরাময়।
খুব প্রশান্তি বসুন্ধরা আবেগ দশে মিলে,
ভালোবাসার গাঢ় ছায়া বৃষ্টিধোয়া নীলে।
কৌতুহলে পরিপূর্ণ আশার অকাল বোধন,
যা-কিছু মন্দ,প্রাচীন দ্বন্দ,অন্ধকারের শোধন।
দূরযাত্রী অমৃত বায়ু কেমন করে মন,
শিউলির দ্যুতি মণিমুক্ত চির আপনজন।
সান্তনা জাগে ঐশ্বর্যে সুহৃদ কাশের ফুল,
সুখ দুঃখে বয়ে যায় নদী লাবণ্যে ভাসে কূল।
স্থগিত হবে না কথোপকথন মশগুল তুমি আমি,
এই আদিভূমি তুমুল প্রকৃতি বুঝি অন্তরযামী।
পৃথিবী জানে ভুলিয়ে দিতে অসীম ঘন শোক,
বৈচিত্র্যের শুভ আয়োজনে মুহূর্ত লীন হোক।
এই তার চাওয়া আজন্মকাল,অমোঘ বিশ্বনীতি,
সুমঙ্গলে আছড়ে পড়ে পরমারাধ্যা গীতি।
প্রাণের আকুল প্রার্থনা তাই প্রীতির সুরে ভরি,
শরতের বুকে একটি কণা শিশির হয়ে ঝরি।