বৃষ্টি পড়ে সকালবেলা থৈ থৈ মানচিত্র,
বারেক না থামে উন্মনা খুব,অবসাদ নাকি মিত্র?
জিজ্ঞাসা ছুঁড়ি বিন্দুর বুকে কালোমেঘ বোনে জাল,
বৃষ্টিরও বুঝি আছে বিস্বাদ মনখারাপের তাল।
তারও তো আছে কান্নাপাগল অনেক দুঃখ কণা,
বসুধার বুকে মাথা কোটে তারা ফোঁটা ফোঁটা যন্ত্রণা।
শোক ও তাপের মিশ্র সুরে মনে মনে ভাবি আমি,
এত সন্তাপ কোথা ছিল সখা,ভাসে কবিতার জমি!!
দৈনিক দেখি নব নব তালে সহস্রদলে ঝরা,
কি হল আজ মৃদুল মনে শোকের টুকরো ভরা।
দু-হাত বাড়াই মিতার প্রতি দু-দন্ড বোস পাশে
কৃষ্ণ বিষাদ থাকে তো সবারই কি তাতে যায় আসে!!
ঐ দেখ আসে শরৎ উড়ে শুধু ভালোবাসা ঢেউ,
মর্মে মর্মে ঢেলে দেবে সোনা,আঁধারে রবে না কেউ।
বিশ্বজয়ী রোদ্দুর দেবে আমে-জামে কত আলো,
শিশির বাগান সাজবে দেখো মুক্তাতে জমকালো।
তুমিও পাবে শিহর বাতাস উপচে-উপচে প্রাণে,
মিলিয়ে নিও নিরাশা কাটবে সুশ্রী কাশের গানে।
এসো তবে ভুলি আজকের অসুখ,অভিমানী হব নীলে,
ঘন আবেগে গান হবে সদা আকাশ আসরে মিলে।