আলিঙ্গনে এসো বৈশাখ
  বর্ষ কর শুরু,
পোহালো চৈত্র হলুদ পাতায়
  জাগে বৈশাখী তরু।
সাজে কিশলয় সূচনা সময়
  কিশোর বাতাস ছোটে,
চোখ মেলে দেখো আহ্লাদী ভোর
   তোর্সার কূলে ফোটে।
মুগ্ধ জলে অবিরল ঝরে
   নববর্ষের আলো,
বিভোর সকাল হাসে পৃথিবী
   অনুভূতি জমকালো।
পড়ে থাক যত তুচ্ছ চাওয়া
  মিলনে অরুনোদয়,
ভূমিষ্ঠ হোক প্রীতি কল্যাণ
  অতীত হতাশা ভয়।
জীবনের দিন জানালায় আলো
  ভালোবাসা আজীবন,
স্মরণীয় আহা অহংকারে
  নিকোনো নরম মন।
চৈতি সূর্য বিদায় নিল
  ঝিলের কিনার ঘেঁসে,
জন্মান্তরে আসবে ফিরে
  উদাসী হাওয়ায় ভেসে।
আঁজলা ভরা সহজ আনন্দ
  বসন্ত বারোমাস,
প্রার্থনা করি বন্ধুর সুখ
  আরোগ্যে চিরবাস।
দখিন হাওয়া গ্রীষ্ম জুড়োয়
  অবসাদ ক্ষোভ তাপ,
ঘরসংসার আঁচল ছায়ে
অভিনন্দিত বৈশাখ!