স্তব্ধ দুপুর বৃষ্টি আভাসে ঝরাপাতাদের স্নান,
ভেসে আসে কানে দু এক কলি পুরোনো দিনের গান।
আবেগ বাস্পে উড়ন্ত পাখি বাসনা মহাশূন্য,
স্বপ্নের মতো প্রথম প্রেম 'হয়তো তোমারই জন্য'।
স্বস্তি হাওয়া আকাশের নীলে প্রণয় উজান বাই,
মেঘ নদীটির সীমানা ছেড়ে 'আরও দূরে চলো যাই'।
পাহাড়তলির গোপন গুহা সাময়িক আস্তানা,
প্রবাসী পাখি, 'তোমায় কেন লাগছে এত চেনা'।
পূর্বাকাশে ইচ্ছের আলো শুদ্ধ উদ্ভাসে,
সুবেশে সেজে 'একখানা মেঘ ভেসে এলো আকাশে '।
বানিজ্যে যাব সুদূর বিদেশে অপরিচিত ঘর,
পরিদর্শনে অন্য নিখিল 'আমি এক যাযাবর'।
'এই যে নদী যায় সাগরে' চিরকালীন স্রোতে,
বন্ধুত্বের নীল আহ্বানে পূর্ণ দীর্ঘ পথে।
অথৈ জলে ঢেউ তুলে যায় খেয়ালী তরণীটি,
বাতাসের সাথে গোপন আলাপ 'শান্ত নদীটি '।
গোধূলি নামে অভ্যাসবশে পর্দায় ঢাকে তপন,
'অনেক রাত ঝিমোন চাঁদ' নদীর প্রহর যাপন ।
আকাশ কুসুম স্বপ্নে ঘেরে যাত্রাপথে মাঝি,
সঙ্গী ইমন জলধারা বুকে বেহাগ না হলে রাজি।
উতলা সকাল আড়মোড়া ভাঙে গাঙপাড়ে আলো নাচে,
মঞ্জুল চাঁদ 'কিছুক্ষন আরও না হয় রহিতে কাছে। '
লক্ষ তারার প্রখর তাপে দীপ্ত স্বর্নযুগ,
বিনম্র ভাষা মর্মভেদী নিখাদ গানের সুর।
স্ফটিকের মতো পরিপাটি দ্যুতি চির বিচ্ছুরিত,
অমর্ত্য গান ধ্রুব এক টান শতাব্দী মুখরিত।