কন্যা আমি -
আড়মোড়া ভাঙা উষা,
মোর গৃহতলে ত্রিনয়নী যেন
এক মুঠো ভালবাসা।


মণিদীপ সম লাবণি কিরণ
ফুলসাজে ভরা তরী,
করুণ আঁখির অন্তরালে
আমি-ই দুর্গা গড়ি ।


পুলক মাখা অবোধ উৎসাহ
মর্মে জ্বালে দিয়া,
অন্ধকারের বুক চিড়ে দেয়
দুর্গা আমার প্রিয়া।


মুখের পানে চেয়ে থেকে বলে
আনন্দ বাঁশি বাজে,
কন্যা মোরে জাগিয়ে তোল
সাজিয়ে শরৎ সাজে ।


সাজাই তারে সন্তর্পণে
আদর কোমল স্পর্শে,
সৌম্য শোভা মুখর হবে
চিরন্তনী হর্ষে ।


আকাশ কোমল আঁকাবাঁকা মেঘ
ঝিকমিক আলো নাচে,
কাজলে আঁকি দুর্গার আঁখি
ঢাকের বাদ্যি বাজে।


শহর হতে জনপদ শুধু
উচ্ছ্বাস ঢেউ ধারা,
আমার প্রিয়ার আলোক দৃষ্টি
প্রখর কিরণে ভরা।


আসবে ফিরে আমার গৃহে
আমার-ই কোলের মাঝে,
অন্তর কোণে আনন্দ ঘিরে
তারায় ভরা সাঁঝে ।