একটি মাটির পাত্র চাই এই মুহুর্তে।
টান্-টান্ রোদ্দুরে নিকোন উঠোনে আমার জোড়ালো বিশ্বাসের আলতো আঁচে রাঁধব এক অনন্য পদ।
নাম দেব মিঠে প্রেমের সুখী পোলাও!জিভে জল আনা মায়া স্বাদ হবে দেখে নিও!
উপকরণ জানতে চাইছ?দিচ্ছি বলে।
আমার আহ্লাদের ঢেঁকিতে পাড় দেওয়া সুগন্ধি দু মুঠো চাল দরকার।
আমার স্নেহপ্রবণ সোনালি মনের প্রতিটি ফোঁটায় যে ঘৃতের ম ম সুবাস আছে সেখান থেকেই নিয়ে নেব দু চার ফোঁটা।
একান্ত আত্মবিশ্বাসের জমিতে বিপুল প্রত্যাশায় স্বস্তির পরিবেশে যে দারুচিনি চারাটি বসিয়েছিলাম,সে এখন প্রাপ্তবয়স্ক।
সামান্য একটু বল্কলেই আমার প্রীতির সুবাস পৌঁছে দেবে দূর-অনেক দূর।
এ ছাড়াও থাকবে প্রেম গৌরবে আবৃত আদুরী  কাজু কিসমিস ও স্মিতহাসি সবুজ মমতার এলাচ লবঙ্গ তেজপাতার নির্মল যাদু।
আর সব তো টুকিটাকি উপকরণ।যত্ন হাতের মিঠে নোনতা স্বাদে বলবে সবাই,আহা!! সৃষ্টি বটে!!
সৃজনের মর্মকথা জানবে সাত সমুদ্র তেরো নদীর পার!
সমস্ত নির্মাণসামগ্রী যখন আমার ব্যপ্ত অন্তরে ভুরি ভুরি,তখন আসনপিঁড়ি পেতে পাতপেড়ে ভালোবাসার পরিবেশন করব না?
হাল্কা সবুজ কচি কলাপাতার ওপর অতুলন অনুভুতির উষ্ণতা বিতরণে প্রত্যহ হবে জয়গান প্রেমের।
আমার বেঁচে থাকার অশেষ মনোরথের কথা ছড়িয়ে দেবে বাতাস কথায় কথায় গানে গানে খেত খামার আকাশ নক্ষত্রের যত্রতত্র অবাধে।
ভালোবাসা দিগ্বিজয়ী হবে।
যারপরনাই সফলতা! আকাশের তলে হবে অনন্ত অনুরাগের উদার উদযাপন!