নিখুঁত শোভা ইন্দ্রধনু
  ব্যস্ত রঙোচ্ছ্বাসে,
অস্তরাগে বাসর সাজালো
  সুবর্ণ মহাকাশে।
তেরোশ কোটি বয়সী আকাশ
  হয়তো বা আরও বেশী,
বিস্ময়ে প্রাণ নিমজ্জিত
  মুগ্ধতা রাশি রাশি।
স্থান পেয়েছে আকাশের বুকে
  কত না চন্দ্র তারা,
তাদের জড়িয়ে আকাশ হয়েছে
  অবাধ আত্মহারা।
বলে যেন সে,দেখো আমাকে
  কত না আমি ধনী,
আমার বক্ষে লুকিয়ে রাখি
  সূর্যের মতো মণি।
চন্দ্র সূর্য এরা যেন মোর
  অমূল্য ধনরাশি,
ফেরারী মন অমৃত রাতে
  বাজায় ব্যাকুল বাঁশি।
বিশদ আকাশ কত লেখালেখি
  কত না গদ্য পদ্য,
বৈজ্ঞানিকও দিয়েছেন অনেক
  গুরুগম্ভীর তথ্য।
সে তথ্য জটিল হলেও
  আকাশ ভীষণ সরল,
নির্বিকারে পান করে তাই
  মানুষের দেওয়া গরল।
তারায় প্লাবিত রাতের আকাশ
  প্রত্যাশা অজানা,
পৃথিবীর পরে দিনের আকাশ
  রঙীন শামিয়ানা।
শোভনতায় সান্ত্বনা জাগে
  অচিন মায়া টানে,
কবি অন্তরে পরিপূর্ণতা
  বিতরন গানে গানে।
আকাশে ছবি মেঘের পাখি
  শোভা আর সমারোহ,
একটুখানি আকাশ পেতে
  উত্তাল উৎসাহ।
পলকে পলকে স্বপ্ন বুনি
  মাঝরাতে দেখি তারা,
নিরালা দূর ভালোবাসা মোহে
  রাতজাগে কবিতারা।