নিবিয়ে দিল তারার আলো
সানন্দ নীল মায়া,
শরৎ তোমার উদার আকাশে
কৃষ্ণ মেঘের ছায়া।
স্থবির আমোদ প্রবাহ আঁধারে
দুঃস্বপনের স্তর,
আদিত্যহারা বিপন্ন দিনে
উদাসী ভিজে ঘর।
ঠাঁই হবে না বিষণ্ণতার
ক্ষীণায়ু অন্ধ দিন,
আনন্দকর নীলাকাশ দেবে
মুহূর্ত মসৃণ।
নিবিয়ে দিল তারার আলো
সানন্দ নীল মায়া,
শরৎ তোমার উদার আকাশে
কৃষ্ণ মেঘের ছায়া।
স্থবির আমোদ প্রবাহ আঁধারে
দুঃস্বপনের স্তর,
আদিত্যহারা বিপন্ন দিনে
উদাসী ভিজে ঘর।
ঠাঁই হবে না বিষণ্ণতার
ক্ষীণায়ু অন্ধ দিন,
আনন্দকর নীলাকাশ দেবে
মুহূর্ত মসৃণ।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৪৫টি মন্তব্য এসেছে।
অপূর্ব
ভালো লাগলো
শুভেচ্ছা কবি
মঙ্গল হোক...
খুব সুন্দর।
বেশ ভাল লাগলো।
শুভেচ্ছা রইল অনেক।
** নিবিয়ে> নিভিয়ে
সময়োপযোগী অসাধারণ কাব্যিকতায় মুগ্ধ প্রিয় কবি বন্ধু। অনেক ভালো লাগা রেখে গেলাম। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর। শুভ সন্ধ্যা।
অপূর্ব লেগেছে কবিতাটি! আমি কেন পারি না এমন?
কবিকে শুভেচ্ছা এক শারদ আকাশ!
চমৎকার লিখেছেন প্রিয় কবি বন্ধু। তবে কৃষির ক্ষেত্রে এই সময়ও বৃষ্টিপাতের অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল।তাই আমার অনুভব...
প্রজাপতির রঙিন ডানায়
তিতলী এলো ভবে,
কৃষককের প্রাণ আজ হরষে
ফসলের উৎসবে।
পূজোর কালে বৃষ্টি আসায়
তোমার মন মালিন্য,
পেটের অন্নের জোগাড় হলো
তাই মানো আজ ধন্য।
বছর ধরে অপেক্ষায় রত
হোক না বড় পূজা,
পেটের জোগাড় না করেই
মানায় না তার সাজা।
প্রকৃতির এই লীলা খেলা
অসীম তাহার দান,
উৎসবকে তাচ্ছিল্য করেও
রাখলো চাষীর মান।
অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা জানালাম।
কেন মেঘ আসে,চমৎকার একটি কবিতা
উপস্হাপনা করে গেলেন প্রীয় কবি দিদি।
এই সুন্দর ভাবনার কবিতাটি পাঠ করে দারুন
মুগ্ধ হলাম।অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রেখে -
গেলাম আপনার পাতায়।
ভালো থাকুন,সুন্দর থাকুন শুভেচ্ছা রইল।
অনন্য সুন্দর।
মেঘ আসে সুনীল আকাশের উদারতার সুযোগ নিয়ে যারা কষ্ট দেয়, সেই জমানো কষ্টগুলোকে মুছে দিতে কান্না হয়ে ঝরাতে কিংবা খানিক অভিমান প্রকাশ করতে । একটা অভিব্যক্তির প্রকাশ ঘটাতে । যেমন আমাদের প্রিয়জনেরা করে তেমনি সেই আকাশও তো আমাদের সবচেয়ে প্রিয়জন কিনা তাই এমন মান অভিমান তো আমাদের সাথে তারও থাকবে এটাই স্বাভাবিক...............
ফিরে গেছে আমার জমা কথা গুলো মেঘেদের কাছে বার বার ভুল ঠিকানার জন্যে
বিষণ্ণতার দিনগুলো মনে করাতে মেঘ ফিরে আসে আবার অলকানন্দা হয়ে ।
শারদীয়া শুভেচ্ছা
কেন মেঘ আসে হৃদয় আকাশে...
সুন্দর নিবেদন। শুভেচ্ছা অশেষ প্রিয় কবি ।
শব্দচয়ন,ছন্দ,কাব্যিকতা অনিন্দ্যসুন্দর!আনন্দকর
নীল আকাশ অব্যাহত থাকুক।শুভেচ্ছা ও শুভকামনা রইলো চিরন্তন প্রিয় কবিবর।
প্রথম স্তবকটি যথার্থ সুন্দর । আমি দ্বিতীয় স্তবকের কথা বলছি
ভালো লাগল ।তবে এমন কবিতায় শব্দ প্রয়োগে যতো সাবলীলতা আসবে মনে হয় কবিতা ততো শ্রুতি মধুর হবে।শুভেচ্ছা জানবেন।
চমৎকার ছন্দে কাব্যায়ন!!
শুভকামনা রইলো কবি-----
ভাল বললে কম হয়ে যাবে!!
অনেক ভালোবাসা রইল কবির প্রতি।
"আনন্দকর নীলাকাশ' সুন্দর শব্দের গাথুনিতে মুগ্ধ হলেম। অনেক শুভেচ্ছা জানাই কবি দিদিকে।
আবেগ মাখানো ছন্দে ভরা
অনুভূতিরা মনের তারা
জ্বল জ্বল করে জ্বলছে যারা
কবিতাটি হয়েছে মনকাড়া।
ভালো থাকুন।ঢাকের ছন্দে,মেতে উঠুক মন আনন্দে এই শুভেচ্ছা রইল প্রিয় কবির জন্য।
ছন্দদোলায় দোলানো অনুভূতির অনন্য কাব্যিকতায় বিমোহিত!
প্রিয় কবির জন্য রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন সব সময়!!
ছন্দময় সুন্দর অনুভবের কবিতা ৷
আন্তরিক ভালোবাসা ওশুভকামনা প্রিয় কবির জন্য ৷
অপরূপা। ভাষা, বক্তব্য বা উপস্থাপনা প্রশংসনীয়।
শুভেচ্ছা অনিবার।
বেশ আবেশ জড়ানো।
চমৎকার কাব্যিকতা।
চমত্কার অনুভূতির প্রকাশ। শুভেচ্ছা ও ভালবাসা নিরন্তর কবিবন্ধু ।
অসাধারণ লেখণীর পরিপূর্ণ উপলব্ধি বিজড়িত"কেন মেঘ আসে?"নামক নান্দনিক কাব্য রূপায়নের অপরূপ ছান্দসিক কাব্যিকতায় মুগ্ধ হ'লাম আসর বরেন্যা কবি বন্ধু দিদি বোনটি। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিবেন। ভাল থাকবেন কবি প্রিয় আপু। কামনায় রেখে গেলাম সর্বাঙ্গীন মঙ্গল ও হার্দিক ভালবাসা।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.