কোরা কাগজে ছেঁড়া মেঘ লেখে আনকোরা কিছু কথা,
আমি হব তার প্রথম পাঠক,ঘন অভিমানী শ্রোতা!!
কি শোনাবে মেঘ কালো চুল খুলে অনুমান করি এই
প্রত্যাশা ফোঁটা ঝরবে সোহাগে ছাতিমপাতায়  যেই,
শুরু হয়ে যাবে সফল প্রেমের বানভাসি এক পালা
আঁজলা-ভরা ধারাপাত বারি সাজাবে স্বপ্নমালা!!
পড়ে দেখি সেই ছন্দভরা সচিত্র লেখালেখি
তার হৃদয়ের দক্ষিন দারে নাচে ছোট শ্যামা পাখি।
আকাশের বুকে নেই কোন তারা মেঘে মেঘে ছয়লাপ
জয়ী রাজত্ব সন্ধ্যা ঊষা,অপসার অভিশাপ।
কপালের ভাঁজে নয় কোন চাষী খেতের ফসল বাড়ে
ইচ্ছে মেঘেরা সাজাবে ধরণী শ্রাবণের সংসারে।
এই কি লিখেছে স্তুপাকার মেঘ? বসুধার জিজ্ঞাসা
প্রতুল জলে লাঙলের ফালে ছলকায় ভালোবাসা!!
ওৎ পেতে থাকি সেই প্রত্যয়ে,পেতেছি আসনপিঁড়ি
বসবে বাদল দেখবে দৃশ্য ঘাটের শ্যাওলা সিঁড়ি।
ডান-বাঁয়ে ভারী সুখের গল্প হাসে অরণ্য খালি
ফুলের নৃত্যে ভিজে পাতাদের উদার করতালি!
এমন দৃশ্য চাইছে দৃষ্টি এই সংসার তীরে
সমবায় সুখে মত্ত জীবন এ কূল ও কূল ঘিরে।
ভুল ঠিকানায় যেও না ও মেঘ!!দেশ-গ্রাম জুড়ে ঝরো
শুষ্ক জীবন মানচিত্রের সায়র আশায় ভরো।