শরৎকন্যা  
     শিউলিফুল
সুবাস স্রোতে
     হৃদির কূল।
ছন্দে পড়ে
    ধুলার মাঝে
আকাশ দেখে
    মরেই লাজে।
পুষ্প নয়
     ছোট্ট তারা
বরণ করে
    শ্যামল ধরা।
যেমনি ফোটে
    তেমনি ঝরে
প্রখর আবেগ
     উজাড় করে।
শিশির ধোয়া
     রূপের সুধা
আগমনীর
      মালাগাঁথা।
চিত্তহরা
      কোমলকলি
একমুঠো সুখ
     কুড়িয়ে তুলি।
শরৎপ্রাতের
     সমীরণে
নিখাদ স্নেহ
     অমোঘ প্রাণে।
দুটি দিনের
     জ্বালাও শিখা
নিখিল মাঝে
     শেফালিকা।
তন্বী ফুল
     ঋতুর জয়
মৈত্রী প্রীতি
     বাতাস বয়।