রাত্রিদিন শতাব্দী যুগ
অন্তবিহীন পৃথিবীর ছুট
সৃষ্টি ইতিহাস,
মানব পৃথিবী বিজ্ঞান রোদে
আলোকিত পথ জ্ঞানের বোধে
নিশ্চিত বসবাস।
আশার ঊষা আলোর কিনার
খবর বোঝাই লুপ্ত রানার
অধ্যায় অবসান,
হারিয়ে গেছে কলমের চিঠি
দরদি তারা তবু মিটিমিটি
উতলা অভিমান।
লাখো সংবাদ উৎসাহ লোভী
রোশনাই মন আশায় ডুবি
খোলে স্বপ্নের ভাঁজ,
কি আছে কি নেই বার্তা মাঝে
চিত্ত জ্বলে সূর্য তেজে
নেভা প্রেরণা আজ।
সুখ লেনদেন শুভ বিতরণ
সংস্কৃতির ধ্রুব আলাপন
শ্রীচরণকমলেষু,
রূঢ় রৌদ্রে গৌরবহারা
নীরব স্মৃতি মরিচা ধরা
অজ্ঞাত আজ শিশু।
ভীষণ গতি প্রগতির রেলে
বার্তা এখন ডটকম মেলে
মুঠোয় বসুন্ধরা,
নিমেষে খবর বেপরোয়া বেগ
সুদূরে সরে টুকরো আবেগ
অনুভব পথহারা।
শেষ হল টানা রানারের বোঝা
রাত্রির খামে মুহুর্ত খোঁজা
দেখে সুকান্ত কবি,
অভিমানী প্রিয়া নিদ্রিত রাতে
সহানুভূতির শীতল প্রাতে
আঁকে অনুরাগী ছবি।
ব্যস্ত সময় ছুঁয়েছে সুখ
প্রযুক্তি তাপে তন্ময় যুগ
ঈপ্সিত মন খোঁজে,
নানাবর্ণে সাজানো মায়া
মগ্ন স্মৃতি সুশীত ছায়া
স্নেহার্দ চিঠি ভাঁজে।