ঘন অনুভূতি আপন অতলে
ধ্রুব আবেগ দোল,
সুবহ ধারা তোর্সা আমার
মায়ার কল্লোল।


রূপালী বালু, প্রশান্ত তীর
মসৃণ নদী জল,
বাঁধনহারা কিশোর শিশুর
সরল কোলাহল।


শেষহীন খুশি প্রতিধ্বনিত
কিষাণের বুকে আশা,
হরিৎ ধান্য অবিরত দোলে
নদীর ভালবাসা।


উর্বরা ভূমি, নোয়ানো আকাশ
হাওয়ায় ভাসে সুর,
আসর জমায় ভাটিয়ালি গান
দূরান্ত হতে দূর।


আকাশতলে স্বচ্ছ জলে
আপন মনে খেয়া,
বিভোর মাঝি অলস স্বপ্ন
রেশমি ঝালর দেয়া।


আষাঢ় জাগে বৃষ্টি ঝড়ে
কাজল আঁখি মেঘ,
কাজরি সুরে উচ্ছ্বল নদী
বিজয়ী বাতাস বেগ।


আমোদিত জল শরৎশীতল
প্রবাসে পাড়ি বর্ষা,
কিশোরী কাশে সুশোভিত ধার
কান্তিময়ী তোর্সা।


প্রসন্ন বসতি সুদীর্ঘ তটে
নিবিড় মিতালী সাজে,
এবেলা ওবেলা আটক জীবন
প্রেমের ভাঁজে ভাঁজে।


তোর্সা নামে আহামরি মোহ
জননী পৃথিবী জানে,
প্রতিবেশী মোরা পরস্পরের
নিরবধি এক টানে।


আশীর্বাদের জোয়ারে ভাসি
অহঙ্কারে কই,
সুধাশস্যে পূর্ণ কলস
তোর্সা আমার সই।