অতল হতাশা আবৃত সারা হৃদি
চেতনায় ঢেকে বজ্রগর্ভ মেঘ,
উজান ঠেলে  দুঃসহ ক্ষণ চলি
কায়-মনে চাই মায়ের শীতল আবেগ।


স্মৃতির পাহাড়ে পিদিম জ্বলে স্বর্ণ
অভ্যাসে দেখি ইন্দ্রধনু হাসি,
শুকতারা ভোর অচেনা কেন তুমি?
বক্ষজোড়া অমাবস্যার নিশি।


ভাটিয়ালী সুর মায়ের গন্ধ আনে
ঝড়েভাঙা মন কতশত শূন্যতা,
তুলসীমঞ্চ!কোথা পাবে তুমি আলো?
প্রশ্বাস ভরা মৌন বিষণ্ণতা।


চাই ভিক্ষা বাতাসে আঁচল পাতি
হে ভবিষ্যত,সান্ত্বনা মাঙ্গে স্নায়ু,
সম্বিৎ আনো জননীর ভাঙা বোধে
সমৃদ্ধ হোক আমার মায়ের আয়ু।
           *******


(সর্বশক্তিমান সময়ের হাতে অপদস্থ আমার মায়ের দিনরাত্রি এখন। তাঁর অনাময়তা কামনায় এ আমার একাগ্র আকূতি কালের প্রতি।)