প্রতিবেশীর আমের ডালে
বুলবুলিটা একাই বলে
ফুরফুরে মন কিচির মিচির কথা,
এ ডাল ও ডাল ছটফটিয়ে
নাচছে যেন তাল ছাপিয়ে
গল্পে যেন ভেসেই চলে কোথা।


পাতার ফাঁকে কলরবে
বন্ধু শালিক বলছে সবে
বাসায় তোর গোল বেঁধেছে বুঝি?
ধ্বনি এত কি কারনে
বলিস কথা আপন মনে
দুঃখ গাথা ভাগ করে নে আজি।


বুলবুলি সে বলল সুরে
একটু নেচে একটু ঘুরে
বলব কেন ঘরের কথা হাটে?
তোর যে শালিক খুব অভিলাষ
শুনতে কথা গল্পে জড়াস্
বোকা আমায় ভাবিস্ নে তুই মোটে।


আকাশ চিরে বলতে পারি
ঘরে আমার শান্তি ভারি
ফুর্তি মনে নেচে বেড়াই সুখে
ভাবছি যাব নদীর ঘাটে
সূয্যি যখন ডুববে পাটে
ইচ্ছে জাগে দিনরাত্তির বুকে।


সঙ্গী হয়ে আয় চলে আয়
সাঁঝের আকাশ দেখব সেথায়
হারিয়ে যাব একটি দিনের তরে,
অস্ত উদয় দেখব চেয়ে
ঢেউ এর খেলা কূল ছাপিয়ে
ফিরব না হয় শিশির ধোওয়া ভোরে।


বুক জোড়া এই শান্তি নিয়ে
উড়ে ফেরে মেঘের গায়ে
সুখ ছুঁয়ে যায় পাখির নাচের ছন্দ,
কুটো কাঠের বাসায় ভরা
চাঁদের আলো আকাশ জোড়া
পূর্ণ সুরে মুখর সবুজ প্রান্ত।