দিতে পারি শত শিউলিফোটা কবিতার আল্পনা,
মাটিলেপা গ্রাম, শীতল কুটির,আজীবন কল্পনা।
যুগলে হাঁটা বরণীয় ছটা দিন চলে যায় দূর,
সুস্থ নিয়মে মুছে দেয় পীড়া গভীর রাতের সুর।
উল্লাস আলো তেজী চকচকে অমৃত ঘরবাড়ি
বুকের নিকটে অঢেল স্বস্তি,দুরন্ত সংসারী।
নিরাময় হাওয়া ধুয়ে দিয়ে যায় মায়া উঠোনের বুক,
স্বপ্নাবৃত নিভৃত মনে ছড়ানো আবেগ সুখ।
বাতাস রটায় প্রেমের কাব্য জ্যোৎস্নার ঝোলা চাঁদে
খুব আনন্দে রাতপাখিটা অভিমানী গান বাঁধে।
ছায়াচ্ছন্ন সরু এক পথ মিশেছে দুয়ার সাথে,
প্রায়শ খুশিরা খেলাধূলা করে অনুপম আলো প্রাতে।
হু-হু বিষাদ নেই কোত্থাও শান্তি চোখের তারায়,
মুক্ত পুকুর, হাঁসের মিছিল, আয়ুর দীপ্তি বাড়ায়।
জলপাইরঙা ভালোবাসা দেবো মোমের মত গলে,
ঘ্রাণময় এক প্রেমের নিবাস প্রাচীন আকাশতলে!!
এসো না ডিঙিয়ে চৌকাঠখানি বাড়িয়ে দিলেম হাত
সাতকাহনের সবুজ ধরণী তোমার নামেই থাক!!