আটপৌরে সাদামাটা চির পিয়াসী গৃহকোণ
অবলীলায় টুকরো করে ভীরু পদ্যের মন।
দীর্ঘকালের ভারী বিশ্বাস সহসা পেল ভীতি
প্রিয় জীবন দুষ্টশ্বাসে ভুলেছে সুরেলা গীতি।
সর্বস্ব ভেসে যদি যায় দুঃখ নদীর বাঁকে
কিছু ছেঁড়া পাতা তবু রয়ে যাবে পর্ণঝরা শাখে।
উদাসীনতা সম্বল শুধু,ভালোবাসা পুড়ে খাক
অসুখী পদ্য  অভিযোগী নয়,কান্না মনেই থাক।
একটি ব্যথা শুধু কেঁপে ওঠে সেকথা শোনে কি কেউ?
ঘুমহারা মন সইতে না পারে রুক্ষ কথার ঢেউ।
অসন্তোষে মলিন দিবস গ্লানিভরা নিশি ভার
কথা ছিল হব যুগলে হেঁটে আলোকবর্ষ পার!!
এমনই কত টুকরো কথা নিরুদ্দেশের তীরে
মিলিয়ে গিয়েছে উদভ্রান্ত বিস্মরণের ভিড়ে!