বিরস মন,আলাপনে দুই পাখি
বিনিদ্র প্রহর এসেছে শঙ্কা রাত,
আকাশ কাঁপানো শব্দ হুলে ক্ষণ
নিঝুম বুক,নিশান্তে অপঘাত।


ভীষণ শব্দে উগ্র আগুন প্রজ্জ্বলনে
জীবন আমার মুহূর্তে মরে হাজার বার,
সইতে পারি না উত্তাপ স্রোত জ্বালা
নিরাশ্বাসী রাত্রি অন্ধকার।


চমকে ওঠে দুঃস্বপ্নে হৃৎপিন্ড
ঘুম ছুটে যায় তোলপাড় দুরাশা,
মৃত্যু পিশাচ করুণার হাসি হাসে
ঝরে যায় গাঢ় বাঁচার পিপাসা।


অগন্য মানুষ অদ্ভুত দিশেহারা
উদাসীনতার গভীর ছোঁয়া যেন,
শুনেছি তারা কল্যাণকর মিত্র
অন্যপিঠে নিহত চেতনা কেন?


বিচূর্ণ মন,মৌন ভিক্ষা ভিড়ের মাঝে
একফোঁটা প্রাণ বিপন্ন বেঁচে থাকা,
সহানুভূতির বৃহৎ আলো জ্বেলে
ছড়ানো ডানায় আকাশকে কাছে ডাকা।


জাগরণের আশীর্বাদে বাড়ায়ে বাহু
মঙ্গলময় চির আলোড়ন মেলা,
শুভবুদ্ধি,সুরক্ষিত পৃথিবী
প্রাণের ঝড়ে প্রভাতী পাখির খেলা।