শ্রাবণ মানে মর্মজুড়ে একটিমাত্র ছবি
গম্ভীর আকাশ,বিষণ্ণতা,নিদ্রা গহিন রবি।
জ্যোতির দুয়ার অন্ধকারে ছায়
বিহান যেন দিনান্ত সম হায়!
হতাশ হৃদয় নির্জন তীরে অশ্রুজলে সাড়া
আকাশপাড়ে মেঘে মুখ ঢাকে কম্পনহীন তারা।
তোমারে নমি অগুনতি গানে শ্রদ্ধা মোড়কে ঘিরে
চিরকাল কাঁদি পবিত্র ধারা শ্রাবণ ২২ তীরে।