এদেশে পূব-দক্ষিণ উধাও।ভেঙেচুরে পুরোনোকে বহুতল অযুত নিযুত।
গাছতলাহীন প্রতীক্ষায় দারুণ দাহ।
দিগন্ত ঢাকা দুধারের দীর্ঘ দেওয়ালে।
নগরের রাত ঘুমহীন,প্রভাতের পিপাসা বিফল।
ফুল নেই,শস্য নেই,বিধাতার রোষে প্রলয় প্রবাহ।
শ্রীহীন গাছে ম্লান ফুলের মুখ ভার,
জনতার স্রোত মলিন পথে ব্যস্ত অপার।


এই বিদেশ বিভুঁয়ে সূর্যোদয় দেখা অনেক হল।
বন্ধু খুঁজছি একান্ত গাঁয়ের এবড়োখেবড়ো পথ হাঁটবো পুনর্বার অনায়াসে।
ঝুঁকে থাকা গাছগাছালি হতে হাজারো ফুলের দোল সুখের হাওয়ায়।
ধুধু গ্রাম্য নীরবতায় দূরান্তের মায়া সারাটা দিনভর।
পাখিদের ওড়াওড়ি পৃথিবীর সকালে বড় ভালোবাসি।
সূর্যের চুম্বনে রূপালী শিশিরবিন্দু শ্যামল সমতলে আলো জ্বালে।
উদার নীলিমা উতল গানে ভেসে নয়ন ভরি।
বেলা গড়িয়ে যায় সন্ধ্যের পথে।
বিস্তৃত প্রান্তর অসীম আকাশতীরে।
থেকে থেকে উদাসীনতার তন্দ্রা।
নিশুতি রাতের সাথে আলাপচারিতায় মুখর ঝিঁঝিঁ।
স্বপ্নে ভরা ঘুমে ভরা সমস্ত রাত্রি প্রাণপণে জাল বুনি রূপকথার।
দুরন্ত শান্তি মসৃণ করে তোলে জীবন আমার
আকাঙ্খার মণিময় মুহূর্তে হারাই নিজেকে সবুজ নীলে!