পল্লব কুসুমের নিখাদ মায়ার আর্দ্রতায় পরিপূর্ণ উৎসব পৃথিবী দুলিয়ে মিলিয়ে গেল আকাশনীলে!
জাদুছোঁয়ায় জমকালো শহর উদয়াস্ত আস্বাদ করল ছটফটে খুশী।
রেশম মসৃণ আনন্দ অনুভব কখন যে ছাড়ালো দিগন্তসীমা জানা নেই।
স্বপ্নাতীত সুন্দরের পরম প্রকাশ যুগ যুগান্ত ধরে।
আবেগের গাঢ় স্রোতে ঊর্মিল উৎসব দিয়ে যেতে চায় সমুদয় সন্তোষ।
একান্ত চেষ্টা বুঝি শুধু সাফল্যের নিশান ওড়াতে পারে না সবসময় এলোমেলো।
খোঁজ মেলে না অনেক সাধারণ আশার।
গরমিল হিসেবে নিরুপায় মন অপার নীলে পারে না আলপনা আঁকতে সহজে।
তবুও বাইতে হয় খেয়া প্রাঞ্জল বিশ্বাসে।
কম বেশী তৃপ্তির স্বাদে পার হয় দিন,পালিত হয় করণীয় যা।
অঢেল রোদের বাসনা বেঁচে থাক প্রমায়ু।
এড়িয়ে মিশকালো ভাবনার উতলা রাত্রি,প্রতিটি মনের প্রান্তরে পূর্ণিমার খ্যাতি প্রেরণা ঢালুক সার্থক আনন্দের!