বাতাসে প্লাবিত তীক্ষ্ণ নাদ
লীন প্রভাতী রাগে,
তরঙ্গ শ্রেণী শোনায় ধ্বনি
আকাশবাণী জাগে ।


নামকরণের সার্থকতায়
বিশ্বকবির ছোঁয়া,
উদ্বেলিত বাঙালি মনে
সুক্ষ্ম স্মৃতির ধোঁয়া ।


বিনোদনের কেবল পন্থা
উৎসাহী চিত্ত,
অনুষ্ঠানের নিবিড় মোহে
সম্বল রেডিও ।


আসর বসতো গল্পদাদুর
শিশুমহলে ভিড়,
অনুরোধের আসর দিত
রোমাঞ্চ অস্থির ।


গুরু সংবাদ সম্প্রচারে
দেবদুলালের কন্ঠ,
প্রত্যুষার সুবাসে ভাসে
বাংলার প্রান্ত।


ঊন জমির দুনো ফসল
কৃষিভাইদের কথা,
পল্লীজীবন উথলে ওঠা
গ্রামীণ সরলতা।


ছায়াছবি আর আধুনিক গান
তোলপাড় চারিদিক,
রবিবারে নাটকের আশে
দ্বিপ্রহর ঠিক।


আর শুনেছি ঐকতানে
পঙ্কজ মল্লিক,
সংগীতময় জোয়ার জলে
শারদীয়ার ঝিলিক।


যুগের পালে লাগলো হাওয়া
বেতার হল পর,
মত্ত ঝড়ে মিলিয়ে গেল
আকাশবাণীর স্বর।


অত্যাধুনিক প্রযুক্তি দিল
আধুনিকতম সুখ,
লুপ্ত হয়েছে স্বপ্ন জড়ানো
ছেলেবেলার মুখ।


অসতর্কে হারিয়ে ফেলেছি
উজ্জ্বলতর দিন,
জটিল জীবন পরিশোধ করে
আধুনিকতার ঋণ।