রোদের ঢলে কপাট খোলে
শীতল বসুমতী,
কল্লোল আলো মায়াবী রাঙা
নবীন অর্ক জ্যোতি।
অবনতমুখী পুস্পলতা
রৌদ্রতাপে স্নান,
পল্লীতটিনী তীরে ভেসে যায়
পরাণ মাঝির গান।
শস্য ফলেছে ডাইনে বাঁয়ে
শিশির ভেজা শাখা,
মাঠে মাঠে ঝরা আবেগের রোদে
তিতির দিয়েছে দেখা।
পূবের লালে মুগ্ধ কবি
সুরভিত সমীরণ,
গ্রামছাড়া ওই রাঙ্গামাটির
আকুল আলিঙ্গন।
নিরালা কুঞ্জ সেজেছে প্রাতে
সুবর্ণ আলো সাজে,
খেয়াঘাট পথে প্রভাতী সুরে
দোতারা মধুর বাজে।
রূপসীর ছবি ঘুমভাঙা রবি
দিনমান চেয়ে রয়,
জীবনোৎসব বিচ্ছুরিত
কৃষাণের ঘরময়।
দীনতা জয়ে সফল বধূ
প্রান্তর পথ সোনা,
আলোর নদী,নীলাভ আকাশ
সবুজের বর্ণনা।
উড়ে যায় পাখি দূরের যাত্রী
গোধূলিতে হবে দেখা,
স্বপ্ন দেখে অভিভূত গ্রাম
ধানের সুগন্ধ মাখা।
মাটি অন্তরে পবিত্র তৃণ
নিখিল আঁকড়ে বাঁচা,
শুভ্র সকাল,খালি পায়ে হাঁটা
দুর্বার গালিচা।
সৌন্দর্যরাশি চিত্রশালা
একটি পল্লীভোর,
পাখির গানে স্বাগত সকাল
কাটে না ঘুমঘোর।