ঘিরে ধরে ফের শিরশিরে হিম উত্তুরে হাওয়া,
মুহুর্ত সুখে ইচ্ছেরা ভাসে সুদূরে হারিয়ে যাওয়া।
শীতের সকাল শীতের বিকেল নরম তৃপ্তি জাগে,
প্রিয় সুহৃদের সান্নিধ্য অনন্য পৌষ মাঘে।
চিক্ চিক্ করে সমারোহ রোদ কৌতুক চমকায়,
গাঢ় ঠান্ডা হরিৎ উল্লাস মরসুমী শাখায়।
আলস্য প্রাণ হিমেল প্রীতি বিতরণ মাঠে ঘাটে,
মাটির ছোঁয়ায় ফসল জাগে আলোকস্নানে প্রাতে।
এই পৃথিবী চির পিপাসিত রোদ পোহাতে চায়,
নিরুদ্দেশে দেবে পাড়ি আশায় বাহু বাড়ায়।
পথেই পাতে রঙীন আসর পরিযায়ী সাথে দেখা,
হৃদয়ের গানে সুরেলা ধরণী সঞ্চালিছে পাখা।
রাত্রি কুয়াশা কাঁপন লাগায় নদীতে নৌকা ভাসে,
সুজন বন্ধু দূর দ্বীপ হতে মায়াগৃহে ফিরে আসে।
সুখী জীবন, আনন্দ গীতি, হাত ধরে ভালোবাসা,
মুক্তি পেয়েছে ছায়াচ্ছন্ন অজস্র মৌন আশা।
উপচে পড়া পৃথিবীর টানে সুরেলা রাঙামাটি,
আকাশবিহারী স্নিগ্ধ মনে কবিতার মালা গাঁথি!